শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফ্রান্সে সরকারি স্কুলগুলোতে শিশুদের আবায়া পরা নিষিদ্ধ হতে যাচ্ছে। শিক্ষাবর্ষ শুরুর প্রেক্ষাপটে দেশটির শিক্ষামন্ত্রী রোববার এই ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের হেডস্কার্ফ পরা অনুমোদন করে না। দেশটিতে ১৯ শতক থেকেই সরকারি স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক ব্যবহার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

ফ্রান্স ২০০৪ সালে স্কুলে হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করে। আর ২০১০ সালে প্রকাশ্য স্থানে বোরকায় মুখ পুরোপুরি ঢাকাও নিষিদ্ধ করে। এ নিয়ে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রী গ্যাবিয়েল অ্যাটাল টিভি চ্যানেল টিএফ১-এ এক সাক্ষতকারে বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর আবায়া পরা চলবে না।’

তিনি বলেন, ‘আপনি যখন ক্লাসরুমে যাবেন, তখন আপনাকে দেখেই যাতে ছাত্ররা আপনার পরিচয় জানতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।’

ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। উল্লেখ্য, স্কুলগুলোতে অনেক দিন ধরেই হিজাব পরা নিষিদ্ধ রয়েছে।

ডান ও উগ্র ডানপন্থীরা এই নিষেধাজ্ঞার জন্য চাপ দিয়ে আসছিল। আর বামেরা একে নাগরিক অধিকার হিসেবে অভিহিত করে আসছিল।

হেডস্কার্ফ সুস্পষ্টভাবে নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ের আগে আবায়া নিয়ে তেমন বিতর্ক ছিল না।
কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্থা ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) জানিয়েছে, কেবল পোশাক পরা ‘কোনো ধর্মীয় প্রতীক হতে পারে না।’

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন ...