শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য হচ্ছে ৬ দেশ

ব্রিকসে যোগ দিচ্ছে আরও ৬টি দেশ। আগামী ১লা জানুয়ারি থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে। এ ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন সদস্য দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

জোহানেসবার্গের সম্মেলনে রামাফোসা বলেন, ব্রিকস সম্প্রসারণের প্রাথমিক প্রক্রিয়ায় আমরা একমত হয়েছি। আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণাঙ্গ সদস্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তা কার্যকর হবে ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে। 

তার এ ঘোষণার পরপরই নতুন সদস্যদেশগুলোকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করার প্রত্যয় ঘোষণা করেন। বলেন, এসব দেশের  প্রতিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক আছে ভারতের। আশা করি সহযোগিতা ও সমৃদ্ধির এক নতুন যুগের জন্য একসঙ্গে কাজ করবো আমরা।

আরো পড়ুন ...