শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

গাজায় ত্রাণ চাইতে আসা শতাধিক ফিলিস্তিনিকে যেভাবে হত্যা করা হয়

বৃহস্পতিবার মধ্যরাতের পর ত্রাণ সরবরাহকারী লরির দিকে একটু খাবারের আশায় ছুটে যাওয়া মানুষদের উপর হামলায়, অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা শহরের বাইরেই উপকূলের রাস্তা ধরে রাতের অন্ধকার চিড়ে যখন ইসরায়েলি সেনাবাহিনীর সাথে ত্রাণবাহী গাড়ির বহর আসছিল, তখন সেটা ঘিরে ভিড় জমায় শত শত মানুষ।

মৃতের সাথে আরও ৭৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এই হৃদয়বিদারক ঘটনায় নানা প্রশ্ন উঠছে যে ঠিক কী ঘটেছিল এবং এই হত্যাকান্ডের জন্য আসলে দায়ী কে?

এ নিয়ে যে পাল্টাপাল্টি নানা দাবি করা হচ্ছে বিবিসি ভেরিফাই সেগুলোর প্রধান তথ্যগুলোর দিকে নজর দিয়েছে – যে এগুলো কখন এবং কোন জায়গা থেকে বলা হয়েছে। সেই সাথে আমরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান ভিডিও, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও আইডিএফের ড্রোন ফুটেজগুলো একসাথে বিশ্লেষণ করে আমরা জোড়া দেয়ার চেষ্টা করেছি যে সেখানে কী ঘটেছিল এই ব্যাপারে আমরা কি জানি আর কি জানি না।

আরো পড়ুন ...