বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ঘোষণাপত্র হবে, তবে তা ঐক্যবদ্ধভাবে হতে হবে: ড. আহমদ আবদুল কাদের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সর্বদলীয় বৈঠক শেষে মিডিয়ার সামনে ব্রিফিংয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঘোষণাপত্রের ব্যাপারে আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছিলেন। সবাই বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা বলেছি, ঘোষণাপত্র হবে, তা ঐক্যবদ্ধভাবে হতে হবে। ঘোষণাপত্রের নামে যাতে অনৈক্য সৃষ্টি না হয়। এজন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিছু কথা বলেছি। আমাদের কাজে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে, তাতে কিছু ভুল-ক্রটি আছে। এগুলো সংশোধন করতে হবে।
এর মধ্যে একটি বিষয় হলো- সংবিধান। তারা বলছে, এটা পুরো ব্যর্থ। কিন্ত আমরা এটা মনে করি না। সংবিধানে খারাপ ভালো সবমিলিয়েই আছে। এই সংবিধান, মূলত মুক্তিযুদ্ধের মূল চেতনা। কিন্ত সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলো প্রতিফলিত হয় নাই। পরবর্তীতে এগুলো মোটেই সমাজে থাকে নাই। আমরা বলেছি, এই কারণেই সংবিধানকে সংশোধন করতে হবে। বাতিল করার প্রয়োজন নাই।
এই ঘোষণাপত্রে আলেম-ওলামার ভূমিকা, শাপলা চত্ত্বর ট্রাজেডি, বিডিআর হত্যাকণ্ড-এর বিষয়ে কোনো আলোচনাই আসে নাই। এখানে সেটা উল্লেখ করতে হবে। আর এখানে এমন কিছু রাখা যাবে না, যাতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের আঘাত না লাগে।
আমরা নীতিগতভাবে ঘোষণাপত্রের ব্যাপারে একমত এবং এটা প্রয়োজন। তবে এটাকে কেন্দ্র করে যাতে অনৈক্য সৃষ্টি না হয়। প্রয়োজনে এ বিষয়ে একটি কমিটি করার কথা বলেছি।

আরো পড়ুন ...