রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বীর শহীদদের। মুক্তিযুদ্ধের চেতনা আর ’২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার শপথ উচ্চারিত হয়েছে দেশ জুড়ে। বিজয় দিবস উপলক্ষে গতকাল বর্ণিল আয়োজনে সারা দেশে পালিত হয়েছে নানা কর্মসূচি। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। দিনভর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লাখো জনতা। সোমবার সকাল থেকেই হাতে লাল সবুজের পতাকা নিয়ে রং-বেরংয়ের ফুল আর ব্যানারসহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন লাখো জনতা। সাধারণ মানুষ তাদের ভালোবাসা দিয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে শহীদ জাতীর সূর্য সন্তানদের। দিনের শুরুতেই মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল সাড়ে ৬টার দিকে প্রথমে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট। এর পরে সকাল ৭টার দিকে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাদের সালাম জানান।
পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনভর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা ও বিজয় দিবস দুটো এক কথা নয়। মানুষের জন্ম-মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ’২৪-এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে’ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত দেড় দশকে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, সেখানে বিরোধী দল করার কারণে আমাদের ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে, নাজেহাল হতে হয়েছে। আজকে অনাড়ম্বর পরিবেশে বিভিন্ন দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে পারছে।
তিনি আরও বলেন, এইবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট, বাংলাদেশে সেখানে আমাদের প্রত্যাশা থাকবে, যেই জনআকাঙ্ক্ষা ধারণ করে ছাত্র-জনতা লড়াই করে, সংগ্রাম করে এই পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। নুর বলেন, এই মুহূর্তে আমরা মনে করি যে, গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করা। সেটা কিন্তু গত ১৫ বছরে আমরা সেই ভাবে পাইনি। যার ফলে গোটা দেশের মানুষের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নতুন করে বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে ধারণ করতে হবে, বাস্তব রূপ দিতে হবে। বিশেষ করে ছাত্র-জনতা, তরুণরা যেভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিয়েছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আগামীতে তারা কাজ করবে আমরা সেই প্রত্যাশা করি। তিনি বলেন, আপনারা জানেন যে, নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন দলের মতামত আছে। কিন্তু আমার মনে হয় যে, আমরা যদি আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, এদেশের কৃষক-শ্রমিক সাধারণ মানুষ কেন জীবন দিয়েছে? তারা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক ইনক্লুসিভ সমাজ চেয়েছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময়ে এটি আসলে বাস্তবায়ন করেননি নানা কারণে। আজকে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সকলের ঐকমত্যের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করবে। আকাঙ্ক্ষা পূরণের জন্য যে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবে। আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি।
এদিকে নাশকতার অভিযোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। আটককৃত মাহবুবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। বাকিদের মধ্যে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের পরিচয় জানা গেলেও বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টাসহ লাখো জনতা। দুপুর ১টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসে। এমন খবরের ভিত্তিতে ডিএমপি’র ডিবি পুলিশের সহযোগিতায় জাতীয় স্মৃতিসৌধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।