শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
গ্রেফতার অবৈধ ঘোষণা করে ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রীম কোর্টের। ডন
আজ পাকিস্তান সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল এ নির্দেশ দেন।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।
আদেশে আগামীকাল শুক্রবার ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন। এবং এর আগে তাকে পুলিশ লাইন গেস্ট হাউজে রাখার নির্দেশ দেন। একই সাথে এ সময় তার সাথে আসামীর মত আচরণ করা যাবে না। এবং পুলিশ প্রধানকে সাবেক এ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতের আদেশ দেন।