সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
টানা তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে দেখা মিলল বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টির।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং এই প্রতিবেদন তৈরির সময়ও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হচ্ছে।
দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে ‘পুড়ে কাঠ হওয়া’ রাজধানী ঢাকা।
আজ বিকেল সোয়া পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।
আজ শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবার দেশে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে এ সময়। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কাল বৈশাখী ঝড় ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। এটা অব্যাহত থাকবে। আগামী দুই দিন দেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বাড়বে ঝড়-বৃষ্টির প্রবণতা।