বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাউফলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশে কোন ফ্যাসিবাদী শাসন যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে:অধ্যাপক আবদুল জলিল
বাউফল, ৩ এপ্রিল ২০২৫: খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদমুক্ত পরিবেশে বাংলাদেশের মানুষ এ বছর আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। কোন ফ্যাসিবাদী শাসন যাতে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানব মুক্তির সুমহান আদর্শ ইসলাম প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিস জাতীয়ভাবে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আাজ ৩ এপ্রিল সকাল ১০টায় বাউফল পৌরসভার গোলাবাড়ীস্থ একটি মিলনায়তনে উপজেলা সভাপতি মাওলানা মোঃ মোহেব্বুল্লাহর সভাপতিিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো: জাকির হোসেন এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা নুরুল আল আমিন আজাদীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা এ এস এম আব্দুল হাই, জেলা সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা, জেলা সাংগঠনিক সম্পাদক মো: মাইনুল মাইনুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী, ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নাজমুল হাসান ফাহিম, বাউফল উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ টি এম আমিরুল্লাহ, পটুয়াখালাী পৌর সাধারণ সম্পাদক মাস্টার আলী হোসেন, বিশিষ্ট ব্যাংকার মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে খেলাফত মজলিসের নায়েবে আমীর মরহুম মাওলানা এমদাদুল হক আড়াইহাজারী, ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি, খেলাফত মজলিসের নায়েবে আমীর মরহুম মাওলানা মোঃ শফিক উদ্দীন ও জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া- মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোঃ আবদুল জলিল।

আরো পড়ুন ...