শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এসওএইচআর জানিয়েছে বিদ্রোহীরা শহরটির অর্ধেকেরও বেশি অংশের দখল নিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ।
২০১৬ সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে এটিই বিদ্রোহীদের বড় লড়াই।
ইসলামপন্থী জঙ্গি গ্রুপ হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)এর সাথে যোগসূত্র আছে এমন চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতরে গাড়ীতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা যাচ্ছে।
বিবিসি ভেরিফাই ফুটেজে আলেপ্পোর পশ্চিমাংশের শহরতলী বলে ওই এলাকাকে চিহ্নিত করেছে।
তবে সরকারি বাহিনী বলছে বুধবার এইচটিএস ও সহযোগীদের হামলার ঘটনার পর তারা আলেপ্পো ও ইদলিবের কয়েকটি শহর পুনর্দখল করে নিয়েছে। বিবিসি