বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

হিজবুল্লাহ স্থল যুদ্ধের জন্য প্রস্তুত: উপ-প্রধান শেখ নাঈম কাশেম

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাষণ দিয়েছেন সংগঠনটির উপ-প্রধান শেখ নাঈম কাশেম। তিনি বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য প্রস্তুত। এছাড়া এই উদ্ভূত পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচন করা হবে। খবর আল-জাজিরার

বাংলাদেশ সময় বিকেল ৩টায় টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন হিজবুল্লাহর উপ-প্রধান। 

কিছু গণমাধ্যমের সংবাদ অনুসারে, নাসরুল্লাহর উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার নাঈম কাশেম।

হিজবুল্লাহর নিজস্ব টিভি চ্যানেল আল-মানার এই ঘোষণা দেয়।

এদিকে এখনও আনুষ্ঠানিকভাবে নাসরুল্লাহর জানাজার সময়সূচি ঘোষণা করা হয়নি।

আরো পড়ুন ...