মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে আগুন: ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনো নিখোঁজ আছেন। নিহতদের একজন ট্যাংকারের ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল জানান, ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহ একটি পাইপের সঙ্গে ঝুলে ছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশপাশে পাওয়া গেছে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে ‘বাংলার জ্যোতি’ নামে ট্যাংকারটিতে আগুন লাগে। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাংকারটি জ্বালানি তেল খালাসের জন্য নোঙর করে রাখা ছিল।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মানব জমিন

আরো পড়ুন ...