রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় সকালে এ সিদ্ধান্ত হয়। এর আগে সকাল ১০টায় ভিসি এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এ জরুরি সভা শুরু হয়।
সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রথমে নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি আমরা শোক ও সমবেদনা জানাই। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শিক্ষার্থীদের এর আগেই হল ত্যাগের জন্য নির্দেশ দেয়া হয়েছে।’