মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
খেলাফত মজলিসের শোক প্রকাশ
ঢাকা, ২৭ জুলাই ২০২৪: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুজাহিদুল ইসলাম আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি কয়েক বছর যাবৎ কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মরহুমকে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক মুজাহিদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুম অধ্যাপক মুজাহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহর দরবারে তাঁর উচ্চ মাকাম প্রার্থনা করে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, মরহুম অধ্যাপক মুজাহিদুল ইসলাম ছাত্রজীবন থেকেই ইসলামী অনুশাসন কঠোরভাবে মেনে চলতেন। প্রখর মেধা সম্পন্ন ও নৈতিক মানসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনেও তিনি সাফল্যের শীর্ষ অবস্থান করেছিলেন। ইসলাম ও দেশের স্বার্থে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল্লাহ তাঁর সমস্ত নেক আমল কবুল করুন। তাঁর শূন্যতা পূরণ করে দিন। আমিন।