শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রেসিডেন্টে ইব্রাহিম রইসির বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান মিললেও সেখানে প্রাণহানীর আশঙ্কা করছে উদ্ধার কর্মীরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিন-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত স্থানে ‘জীবনের কোনো চিহ্ন’ নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক এক্স বার্তায় জানায়, ইরানের পাহাড়ি এলাকায় তুরস্কের একটি উদ্ধারকারী ড্রোন তাপের উৎসের সন্ধান পেয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি আরো জানিয়েছে, ইরান-আজারবাইজান সীমান্ত এলাকা থেকে ফেরার পথে ইরানের উত্তর-পশ্চিম তারবিজ শহরের দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয় রইসিকে বহনকারী ওই হেলিকপ্টার। গতকাল সন্ধ্যার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ইরানি রেড ক্রিসেন্ট। তারা জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে বিঘ্ন হয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কোনো প্রাণের আলামত পাননি। তারা বলছেন পরিস্থিতি ‘ভালো নয়’।