শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৩৬ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। খবর আনাদোলুর।
শুক্রবার (১০ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু রয়েছে।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিহতদের মধ্যে চার হাজার ৫০৬ জন শিশু, তিন হাজার ২৭ জন নারী ও ৬৭৮ জন বৃদ্ধ রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় ২৭ হাজার ৪৯০ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে দেড় হাজার শিশুসহ ২ হাজার ৭০০ মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে।
আশরাফ আল-কুদরা জানান, ইসরায়েলি আগ্রাসনে প্রায় দুইশ চিকিৎসক মারা গেছেন। ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে। তারা ১৩৫টি চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা করেছে। এ ছাড়া গাজায় ২১টি হাসপাতাল ও ৪৭টি প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র অকার্যকর হয়ে গেছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। কালবেলা