রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
দেড় সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেন কিছু পরীক্ষার্থী। সোমবার পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছিলেন তারা। বিকেল সোয়া ৪টায় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় অবরোধকারী শিক্ষার্থীরা।
এসময় কয়েকজন শিক্ষার্থীকে আটকও করে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষার্থীদের চার দফা দাবি হলো, ৫০ মার্কের পরীক্ষা নেয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া। মানব জমিন