বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আত্মসমর্পণের পর জেলে ট্রাম্প

আটলান্টার ফুলটন কাউন্টি জেলে মার্কিন সময় বৃহস্পতিবার বিকেলে আত্মসমর্পন করেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিযোগ, তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেনিয়ম এবং কারচুপি করার চেষ্টা করেছিলেন। জেলে পৌঁছানোর পর গ্রেপ্তারের সমস্ত নিয়ম পালন করা হয়। ট্রাম্পের মাগ শট অর্থাৎ, মুখের ছবি তোলা হয়েছে। যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলেই এই ছবি নেওয়া হয়। তার আঙুলের ছাপ নেওয়া হয়েছে। রেকর্ডে লেখা হয়েছে, ৭৭ বছরের সাবেক প্রেসিডেন্টের উচ্চতা ছয় দশমিক তিন ইঞ্চি। ওজন ২১৫ পাউন্ড অর্থাৎ, ৯৭ কেজি।  তার চুলের রংয়েরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা হয়েছে জেলের রেকর্ডে।

আটলান্টা: আগেরবার পুলিশি নির্দেশ মানেননি, নিজের প্রভাব খাটিয়েছিলেন। এবার আর কোনও জারিজুরি খাটল না। গ্রেফতারির পর মাগশট (Mugshot) তুলতে বাধ্য হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তা প্রকাশ্য়ে আসতেই ভাইরাল হয়ে গেল। ওই ছবিতে দেখা গিয়েছে, কার্যত রাগে-ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প। প্রায় আধ ঘণ্টা আটলান্টার জর্জিয়া জেলে কাটান তিনি। পরে মোটা টাকার বন্ডে জামিন পান।

আরো পড়ুন ...