শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। দলটির এ যাত্রা আব্দুলাহপুর হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে লোকে লোকারণ্য ঢাকা মহানগরের সড়কগুলো।
এদিকে, একইদিন বিকেলে শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এজন্য রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে সাতরাস্তায় জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার গাবতলী থেকে দয়াগঞ্জ পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। অপরদিকে, মৎস্য ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি পর্যন্ত শোভাযাত্রা পালন করে ক্ষমতাসীন আওয়ামী। নয়া দিগন্ত