শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুরের উদ্যোগে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জুন সকালে উত্তরায় এ বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন অংকুর এর কেন্দ্রীয় পরিচালক কাজী আরিফুর রহমান।
এর আগে স্থানীয় পুষ্প কানন অডিটরিয়ামে অংকুর আসর অনুষ্ঠিত হয়। আসরে কুরআন তিলাওয়াত, গল্প বলা, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানভুক্ত ছিলো।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালক কাজী আরিফুর রহমান, উপস্থিত ছিলেন বিশিষ্ট গায়ক, সুরকার, লেখক শামসুল ইসলাম সামি।
আরো উপস্থিত ছিলেন অংকুরের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য জিয়াউদ্দিন আহমদ খন্দকার, আবু সালেহ, সংগঠন মাহমুদুল হাসান রাসেল, রাফকাতুল ইসলাম, কবি রহিজুল হক মিনা, কবি মিনহাজ উদ্দিন আত্মার প্রমুখ।