সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্বে সামরিক ব্যয় এখন সর্বকালের সর্বোচ্চ

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ২০২২ সালে বিশ্ব সামরিক খাতে ব্যয় করেছে ২.২৪ ট্রিলিয়ন ডলার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার তার বার্ষিক সামরিক ব্যয় প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে টানা আট বছর ধরে বিশ্বে সামরিক ব্যয় বাড়ল।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২২ সালে ইউরোপে সামরিক ব্যয় বেড়েছে ১৩ ভাগ। গত ৩০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।
প্রতিষ্ঠানটি জানায়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে এই ব্যয় বৃদ্ধির সম্পর্ক রয়েছে। রুশ হামলার ভয়ে অনেক দেশই তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামরিক ব্যয় ২০২২ সালে ৯.২ ভাগ বেড়ে হয়েছে ৮৬.৪ বিলিয়ন ডলার। এটি রাশিয়ার ২০২২ সালের জিডিজির ৪.১ ভাগ। ২০২১ সালে তা ছিল ৩.৭ ভাগ।

বিশ্বে যুক্তরাষ্ট্র এখনো সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশ। তারা ২০২২ সালে ব্যয় ০.৭ ভাগ বাড়িয়ে খরচ করেছে ৮৭৭ বিলিয়ন ডলার। এটি হলো বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৯ ভাগ।

চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ হিসেবে তার স্থান অক্ষুণ্ণ রেখেছে। তারা ২০২২ সালে সামরিক খাতে ব্যয় করেছে ২৯২ বিলিয়ন ডলার।

জাপান ২০২২ সালে ব্যয় করেছে ৪৬ বিলিয়ন ডলার। ১৯৬০ সালের পর এবারই জাপান সর্বোচ্চ ব্যয় করেছে এই খাতে।

সূত্র : আল জাজিরা

আরো পড়ুন ...