বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ব্যবহার করে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে গুজরাটের সুরাটের এক আদালত তাকে ২ বছরের জেল দেয়। ওদিকে পরদিনই রাহুল গান্ধীর এমপিত্ব বাতিল করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাকে ৩০ দিনের মধ্যে সরকারি বাংলো ছেড়ে দেয়ার নোটিশ দেয়া হয়। মানহানি মামলায় তাকে অভিযুক্ত করার বিরুদ্ধে আপিল করেন রাহুল। অনলাইন এনডিটিভি বলছে, আদালত সেই আপিলের শুনানিতে তাকে জামিন দিয়েছেন।