বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

অমৃতপালের নতুন ভিডিও বার্তা- শিগগিরই আমি আসছি

১১ দিন ধরে ফেরার খালিস্তানি নেতা, ওয়ারিশ পাঞ্জাব দা’র কর্ণধার অমৃতপাল সিং আবারও একটি ভিডিও প্রকাশ করেছেন। একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচারের মধ্যে তিনি বলেছেন- আমি পলাতক নই, আমি বিদ্রোহী। শিগগিরই জনসমক্ষে আসবো। আমি ভিত নই। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার আমার সহযোগীদের ওপর অত্যাচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। খালসাকে স্বীকৃতি দিতে হবে।১১ দিন ধরে ফেরার খালিস্তানি নেতা, ওয়ারিশ পাঞ্জাব দা’র কর্ণধার অমৃতপাল সিং আবারও একটি ভিডিও প্রকাশ করেছেন। একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচারের মধ্যে তিনি বলেছেন- আমি পলাতক নই, আমি বিদ্রোহী। শিগগিরই জনসমক্ষে আসবো। আমি ভিত নই। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার আমার সহযোগীদের ওপর অত্যাচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। খালসাকে স্বীকৃতি দিতে হবে।

ভিডিও বার্তায় অমৃতপাল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দমন নীতির বিরুদ্ধে তার লড়াই জারি থাকবে। সরকার তাকে যতই ভয় দেখাক, কিছু করতে পারবে না। তিনি  মৃত্যুভয়ে ভিত নন সে কথা জানিয়ে বলেছেন, ওরা আমাকে মারলেও আদর্শের মৃত্যু হবে না। খালিস্তানিরা আন্দোলন চালিয়ে যাবে। সম্প্রচার বন্ধ হওয়ার পরই ইউটিউব চ্যানেলটির প্রচার তথ্য ও সাম্প্রচার দপ্তর নিষিদ্ধ করে দেয়।

আরো পড়ুন ...