বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
টানা তিনদিন ধরে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গড়ে ১১ শ’র বেশি। বৃহস্পতিবারও (২৩ জুলাই) দেশটিতে সহস্রাধিক কোভিড-১৯ রোগী মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৭০ হাজার ১৩১ জন বলে জানিয়েছে বিশ্বের করোনা নিয়ে গণনাকারী ওয়ার্ল্ডোমিটার। সূত্র: রয়টার্স।
প্রতিবেদনে বলা হচ্ছে, গত মে মাসের পর যুক্তরাষ্ট্রে করোনায় এভাবে টানা ১১শ’র বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই মাসে অনেক রাজ্য ও স্থানীয় সরকার বিধিনিষেধ শিথিল করে সৈকতগুলো উন্মুক্ত করে দেয়। খুলে যায় রেস্তোরাঁ ও ব্যাবসাকেন্দ্র। এরপর জুনে সংক্রমণ বৃদ্ধির পর জুলাইয়ে বাড়ছে করোনায় মৃত্যু।
এই মাসে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি রাজ্যে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর এমন ঊর্ধ্বমুখী হারে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসের মতো অঙ্গরাজ্যের হাসপাতালগুলো মারাত্মক সংকটে পড়েছে। রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
যুক্তরাষ্ট্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৩৩ মৃত্যুর মধ্যে বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪ জন। মঙ্গলবারের ১ হাজার ১৪১ আর বুধবারের ১ হাজার ১৩৫ এর তুলনায় অবশ্য এই সংখ্যা কিছুটা কম। বৃহস্পতিবার অন্তত ৬০ হাজার নতুন রোগী শনাক্ত হওয়ার পর দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ায়।
গতদিন টেক্সাসে ১৭৪, ফ্লোরিডায় ১৭৩, ক্যালিফোর্নিয়ায় ১৫২ এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে ৮৯ জন মারা গেছেন। ফ্লোরিডায় এর আগে একদিনে এত মানুষ করোনায় মারা যায়নি। এছাড়া টেনেসি অঙ্গরাজ্যেও বৃহস্পতিবার ৩৭ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যায় এক সময়ে বিপর্যস্ত নিউইয়র্ককে ছাড়িয়েছে ফ্লোরিডা।
যদিও যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহ ধরে করোনায় মৃতের হার ঊর্ধ্বমূখী তথাপি তা এপ্রিলে দৈনিক মৃত্যুর তুলনায় অনেকটা কম। ওই সময় দেশটিতে গড়ে প্রতিদিন দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষ মারা যান। করোনায় আক্রান্ত-মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র মৃত্যুর হারের দিকে দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
দুরন্ত/২৪জুলাই/এসটি