বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ সিরাজদিখানের অন্তর্গত শেখরনগর ইউনিয়নের হযরতপুর আহমদিয়া দাখিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার বেলা ১২টার দিকে আর্সিন গেটের করিমুল্লাহ বাগ সুলতান কিচেন রেস্টুরেন্টে ওই কমিটি গঠন হয়।
এসময় এসোসিয়েশন কমিটি ও গঠনতন্ত্রের ঘোষণা পত্র পাঠ করেন করেন ঢাকা বিশবিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ও মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী আব্দুল আহাদ।
কমিটির সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশের সাব ইনস্পেকটর শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয় ও মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মাদ ইয়ামিনকে। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সোনালী ব্যাংকের অফিসার আমিরুল ইসলামকে, পাব্লিক ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন এমডি আওলাদ হোসাইন, ট্রিজারী শাহরিয়ার ফয়সাল।
এছাড়াও ম্যানেজমেন্ট কমিটির ডিরেক্টর করা হয়েছে হাফেজ কাউসার হোসেনকে ও জয়েন্ট সেক্রেটারি করা হয়েছেন রুহুন আমীন। ফিন্যাস সেক্রেটারি শাহজালাল, ক্যারিয়ার এন্ড স্পেশাল কাউন্সিলর আব্দুল আজিম। এডমিনিস্ট্রেশন এন্ড লিগ্যাল এফেয়ার্স ডেপুটি সেক্রেটারি হয়েছেন এডভোকেট আব্দুল কাইয়ুম, আইটি সেক্রেটারি রুহুল আমীন,
পারফরম্যান্স ম্যানেজম্যান্ট সেক্রেটারি সাইদুল ইসলাম, পারফরম্যান্স ম্যানেজম্যান্ট জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান ইমন, কমিউনিকেশন জয়েন্ট সেক্রেটারি তৌহিদুল ইসলাম, লিগ্যাল এফেয়ার্স সহকারী সেক্রেটারি বাকি বিল্লাহ, আইটি জয়েন্ট সেক্রেটারি নাজমুল হক, এডুকেশন সহকারী সেক্রেটারি ওবায়দুল্লাহ, এডমিনিস্ট্রেশন সহকারী সেক্রেটারি কামরুজ্জামান, স্কিল ডেভেলপমেন্ট সহকারী সেক্রেটারি হয়েছেন মাকসুদুল আমীন। আইটি ডেপুটি সেক্রেটারি নাসরুল্লাহ, ফিন্যাস ডেপুটি সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ক্যারিয়ার সহকারী সেক্রেটারি করা হয়েছে আব্দুর রহমানকে।
কমিটিতে সদস্য হিসেবে আছেন, মাদরাসার প্রাক্তন সিনিয়র শিক্ষার্থী মোঃ মিলন (২০০১), আব্দুল্লাহ আল মামুন (২০০৫), ফজলুর রহমান (২০০৫), আব্দুল হালিম, মাসুম বিল্লাহ, শাহাদাত হোসেন, ফয়জুল্লাহ, নুরুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুর রশিদসহ আরো অনেকে।