বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
করোনা ভাইরাস মহামারি জরুরি অবস্থার অবসান ঘোষণা করা হয়েছে। করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তিন বছর পর গত শুক্রবার (৫ মে) এ ঘোষণা দেয়। সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই ঘোষণা দিয়ে বলেছেন,‘আমি ঘোষণা করছি যে কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।’ আল-জাজিরা
তিনি আরো বলেন, ‘ ডব্লিউএইচও এর জরুরি কমিটি ১৫তম বৈঠকে আমাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে বলা হয়।’ গেব্রিয়েসুস বলেন, ‘বিশ্বকে পাল্টে দিয়েছে কোভিড, আমাদেরকেও বদলে দিয়েছে। আমরা যদি কোভিডের আগের অবস্থায় ফিরে যাই, আমরা যদি শিক্ষা নিতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থতার দিকে ধাবিত করব আমরা।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিড-১৯ সমাজে থেকে যাবে। যদিও এটি এখন আর জরুরি পরিস্থিতি সৃষ্টি করছে না।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সনাক্ত করা হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। করোনা সংক্রমণ শুরু হওয়ার এক মাস পর একে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমাদের সময়