শনিবার, ৯ নভেম্বর ২০২৪
মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ক্লাব আল নাসের। দলের জয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গত জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি ২০ কোটি মার্কিন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৮ বছর বয়সি রোনালদো। তারপর থেকে আল নাসেরের হয়ে গতকাল পর্যন্ত ১৪টি গোল করেছেন পর্তুগিজ তারকা।
এদিন ম্যাচ শেষে সৌদি আরবের একটি টিভি চ্যানেলকে রোনালদো বলেছেন, ‘আমরা এখন অনেক ভালো খেলছি, সৌদি লিগ আরও ভালো হচ্ছে। আগামী বছর এটা আরও ভালো হবে।’
রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি, সৌদি আরবের লিগ ধীর ধীরে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি হয়ে উঠবে। তবে এজন্য সময় লাগবে, ভালো খেলোয়াড় লাগবে, পর্যাপ্ত অবকাঠামো লাগবে।’
বিশ্বের অন্যতম সেরা এই তারকা ফুটবলার বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশ হিসেবে সৌদি আরবের অনেক সম্ভাবনা। সৌদি আরবের জনগণ দুর্দান্ত। তাই আমি মনে করি, এই লিগও একসময় দারুণ একটা লিগ হয়ে উঠবে।’