বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিন সুরমা জোনের উদ্যোগে গত ১৫ জানুয়ারী (সোমবার) সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ভার্থখলা পয়েন্ট থেকে শুরু হয়ে রেলগেইট প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ চত্বরে এক সমাবেশে মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান।
প্রধান অতিথির বক্তব্যে লিটন আহমদ জুম্মান বলেন, দেশ এক চরম দুর্দিনের মধ্য দিয়ে অতিক্রম করছে। সরকার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের মৌলিক অধিকার খর্ব করে নিজেদের স্বার্থ আদায়ে কাজ করে যাচ্ছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। ফলে দেশে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দেশকে সকল প্রকার অস্থিরতা থেকে বাঁচিয়ে রাখতে কর্তব্যরত ব্যক্তিদের বিশেষ ভূমিকা রাখতে আহবান করেন। তিনি আরো বলেন, সরকার ভারতের কূটচালে বিশেষ এক কৌশলে মেধাবী ছাত্রদের মেধাহীন করার পায়তারা করছে। সরকার ঘন ঘন নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রবর্তন করছে। শিক্ষানীতিতে ক্রমেই ধর্মকে ঐচ্ছিক করার পায়তারা চলছে। ফলে অভিভাবকরা তাঁদের সন্তানদের ভবিষ্যত নিয়ে খুবই শংকিত! ছাত্র মজলিস সবসময়ই শিক্ষার্থীবান্ধব সুষম শিক্ষানীতির কথা বলে আসছে।
সংগঠনের দক্ষিণ সুরমা পশ্চিম শাখা সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ভার্থখলা জামেয়া ইসলামীয়া শাখা সভাপতি সাব্বির আহমদ নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মোঃ এমাদ উদ্দিন, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, অফিস ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি মিসবাহ আহমদ জয়, মাওলানা শফিক উদ্দিন (রহ.) জোন সভাপতি আশরাফুল হক কামরান, দক্ষিণ সুরমা পশ্চিম সেক্রেটারি মাহদি হাসান তাহসিন, ভার্থখলা জামেয়া সেক্রেটারি আব্দুল হালিম, দক্ষিণ সুরমা পূর্ব বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রাসেল আহমদ, জিয়াউর রহমান, আব্দুল মুমিন ,মোস্তাফিজুর রহমান সালমান সহ প্রমুখ।