শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত আট শিক্ষার্থী ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। হামলায় আরও ছয় ছাত্র ও একজন শিক্ষক আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার সকালের হামলার ঘটনায় পুলিশ মধ্য বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন ওই কিশোর তার বাবার বন্দুক ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা অফিসাররা কেন্দ্রীয় ভ্রাকার আশেপাশে অবস্থিত স্কুলের চারপাশের এলাকাটি ঘিরে ফেলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে সব ইউনিট পাঠিয়েছে এবং সন্দেহভাজন নাবালককে গ্রেপ্তার করেছে – সে সপ্তম শ্রেণির ছাত্র এবং তার বাবার বন্দুক দিয়ে ছাত্র ও স্কুলের নিরাপত্তা কর্মীদের দিকে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেছে। ইনকিলাব

আরো পড়ুন ...