বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
গত ১ মার্চ শিশু- কিশোরদের নিয়ে অংকুরের স্প্রীং ট্যুর- ২০২৪ রাজধানীর অদূরে রূপগঞ্অজের জিন্দা পার্কে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় বিজয়নগর প্রাইম টাওয়ারের সামনে থেকে সফরের উদ্বোধন করেন অংকুরের উপদেষ্টা সাবে যুগ্মসচিব জনাব নূরুল আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মো: মিজানুর রহমান। দিনব্যাপী শিক্ষা সফরে জিন্দাপার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ, বিভিন্ন গ্রুপে শিশু-কিশোরদের দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মার্বেল দৌড়, কক ফাইট, স্মৃতি পরীক্ষা, কমান্ড ফলো এবং অভিভাবকদের হাড়ি ভাঙ্গা, দড়ি টানাটানি, পিলো পাচিং (মহিলা), চেয়ার সিটিং ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়। দুপুরের খাবার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংকুরের সহপরিচালক এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দিনে পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অংকুরের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মদ মুনতাসির আলী। উপস্থিত মেহমানগণ বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।