শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
ইউক্রেনের ২টি ড্রোন রাশিয়ার কার্চ অঞচলের কার্চটোভা শহরে আঘাত হেনেছে। এতে প্রশাসনিক ভবন ও আবাসিক ভবনের ক্ষতিগ্রস্থ হয়। মস্কোর কাছে তৃতীয় অপর একটি ড্রোন গুলিকরে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অবশ্য রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার প্রতিরোধের কথা বলেছে। আল- জাজিরা
কার্চ আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভয়িট বলেছেন, শুক্রবার ভোরের হামলার পর কার্চাটোভ শহরের ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জরুরী সেবা পাঠানো হয়েছে।