সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
দাবী আদায়ে সর্বস্তরের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে: ড. আহমদ আবদুল কাদের
ঢাকা, ১ মে ২০২৩: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দাবী আদায়ে সারাদেশের সর্বস্তরের মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের দাবী আদায়ে শ্রমিক মজলিস, অন্যান্য শ্রমিক সংগঠন আন্দোলন করছে। মে দিবস আসলে সবাই আন্দোলনে নামে। কিন্তু কার্যত শ্রমিকদের দাবী আদায় হচ্ছে না। শ্রমিকদের চাকুরীর নিরাপত্তা দিতে হবে। যখন তখন ছাটাই বন্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের আন্দোলন- ধর্মঘটের অধিকার বন্ধের চেষ্টা চলছে- আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে গার্মেন্টস খাত আর বিদেশে কর্মরত শ্রমিকদের আয়। তাই দেশের উন্নতি, অর্থনৈতিক আগ্রগতি নির্ভর করছে শ্রমিকদের কাজের উপর। শ্রমিকদের উন্নয়ন বন্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিতে হবে। শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদেরকে কারখানার লভ্যাংশ দিতে হবে। কল-কারখানায় শ্রমিকদের মালিকানা নিশ্চিত করতে হবে। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ১ মে সকাল সাড়ে ১০টায় বিজয়নগর পানির ট্যাংকির সমানের সড়কে শ্রমিক মজলিস সভাপতি প্যভাষক আবদুল করিমের সবঅপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ও সহ-সাধারণ সম্বপাদক এইচ এম এরশাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, হাজী নূর হোসেন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আমীর আলী হাওলাদার, মুফতি আজীজুল হক, ইসলামী যুব মজলিসের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিস নেতা হাফেজ কবির হোসাইন, মাওলানা শামসুল ইসলাম, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ইউনুস আলী প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালী বিজয়নগর সড়ক থেকে শুরু হয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ঘুরে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেইটে এসে শেষ হয়।