বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মনোহরদী উপজেলায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ শনিবার সকালে উপজেলার বড়চাপা এবং একদুয়ারিয়া ইউনিয়নে নির্মিত ১২টি ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ।
মনোহরদী উপজেলা এ প্রকল্পের অধীন মোট ৪৬টি ঘর নির্মাণ করা হচ্ছে।