বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আধা ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা দুইটার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান সিইসি। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।
বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তিনি কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। সেজন্য সৌজন্য সাক্ষাত করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাত। অন্য কোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কথা বলবো না।