শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে হুমকির মুখে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এই অস্থিরতার জন্য তিনটি কারণ চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নুরুল কাদির অডিটোরিয়ামে আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।
তিনি বলেন, আন্দোলনে নামা শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক, তবে সমাধান না হলে শিল্পের অস্থিরতা নিরসন সম্ভব নয়। পোশাক শিল্পকে রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে সেনাবাহিনী।
সেনাবাহিনীর মতে, পোশাক শিল্পে চলমান এ অস্থিরতার জন্য মূলত তিনটি কারণ দায়ী। এগুলো হলো- বহিরাগতদের আক্রমণ। তবে এখন আর এটা হচ্ছে না।
শ্রমিকদের যৌক্তিক ও অযৌক্তিক দাবির সমন্বয়ে অস্থিরতা ধরে রাখা হচ্ছে।
ঝুট ব্যবসার আধিপত্য।
এদিকে শিল্প পুলিশ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতেই একটি চক্র শিল্প কারখানায় অস্থিরতা তৈরি করছে। এখন বেক্সিমকো গ্রুপের শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টাদের বিশেষভাবে নজর দেওয়া জরুরি। বার্তা২৪