বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
রোববারের এ নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ৯৭.০৮ শতাংশ ভোটের মধ্যে ৫৯.৪ শতাংশ ভোট পেয়ে প্রধান প্রতিপক্ষ কিলিসদারোগ্লুর চেয়ে এগিয়ে আছেন টানা চার বার ক্ষমতায় থাকা এরদোগান। কিলিসদারোগ্লু পেয়েছেন ৪৪.৯ শতাংশ ভোট। তবে এরদোগান ৫০% ভোট নিশ্চিত করতে না পারলে প্রধান দুই প্রার্থীর মধ্যে ২৮ মে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ভোট দিয়েছেন ৯ কোটি ২০ লাখের মতো ভোটার। ভোটার উপস্থিতির হার ৮৮ শতাংশের বেশি।
পাঁচ বছর মেয়াদী এ প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি।
সূত্র : আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড