বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

তিউনিসিয়ায় আন নাহদা নেতা ঘানুসি গ্রেফতার

তিউনিউসিয়ার ইসলামপন্থী আন নাহদার নেতা ও পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ ঘানুসিকে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী তিউনিসে ন্যাশনাল গার্ডের একটি ভবনে নিয়ে যাওয়া হয়েছে বলেও দলের ফেসবুক পেজে জানিয়েছেন দলটির কর্মকর্তা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেসসালাম।

রফিক বলেন, সোমবার নিরাপত্তা বাহিনী ঘানুসির বাড়ি ঘেরাও তাকে তাকে উত্তর তিউনিসে আল-আওনিয়া ন্যাশনাল গার্ড বেসে নিয়ে যায়। তিউনিসিয়া কর্তৃপক্ষ অবশ্য এ গ্রেফতারের ব্যাপারে কিছু জানায়নি।

ঘানুসিকে গত ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আদালতে তলব করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করার অভিযোগে। তবে ওই সময় তাকে গ্রেফতার করা হয়নি।

তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।

তিউনিসিয়ান কর্তৃপক্ষ দেশব্যাপী প্রেসিডেন্ট কায়েস সাইদের সমালোচকদের ধরপাকড় শুরু করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর/ নয়া দিগন্ত

আরো পড়ুন ...