মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শামসুজ্জামানকে।
এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। তার জামিন হলে তদন্তে বিঘ্ন হতে পারে বলে আবেদনে পুলিশ জানায়। অপরদিকে মামলায় জামিন চেয়ে শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার ভোর রাতে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়। পরে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার কথা জানা যায়। এক যুবলীগ নেতা মামলাটি দায়ের করেছেন।