মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা: হাসানুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।
রাজশাহী মহানগর সভািপতি হাফেজ মুহাম্মদ উল্লাহ শাহীনের পরিচালনায় রাজশাহী জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থি ছিলেন পাবেনা জেলা সভাপতি মাস্টার রওশন আলী, নাটের জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, রাজশাহী পূর্ব জেলা সভাপতি মাওলানা আবদুল হামিদ, জয়পুরহাট জেলা সভাপতি আবদুর রহমান সাবু, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, বগুড়া জেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, নওগাঁ পূর্ব জেলা সভাপতি খন্দকার রেজাউর রহমান টুকু, জয়পুরহাট জেলা সাধারণ সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস হোসাইন, সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ।