মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৯ এপ্রিল ২০২৩: খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর হয়েছেন মাওলানা আবদুল বাছিত আজাদ। খেলাফত মজলিসের গঠনতন্ত্রের ধারা ৯(৩) অনুয়ায়ী নায়েবে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ৭ এপ্রিল শুক্রবার রাতে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মুহাম্মদ মোসাদ্দেক, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিন আহমদ, ডা: আসাদুল্লাহ, মাওলানা আবদুল হক আমিনী, সহ- দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, সহ- আইন বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা এ্যাডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, মোঃ আবুল হোসেন, মুফতি আজীজুল হক প্রমুখ।

উল্লেখ্য, খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগরী খেলাফত মজলিসের একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে ইফতার গ্রহণের সময় ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন ...