বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

ইসলামী যুব মজলিসের “উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপ” অনুষ্ঠিত

২৬ আগস্ট, শনিবার সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী যুব মজলিসের পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী উদ্যোক্তা হতে ইচ্ছুক অনলাইনে আবেদনকারী তরুণদের থেকে নির্ধারিতদের নিয়ে প্রথম ব্যাচের “উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. মুস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপে আমন্ত্রিত উপস্থিত ডেলিগেটদের সাথে দায়িত্বশীলদের সরাসরি কন্টাক্ট, ইসলামে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব আলোচনা, হালাল বিভিন্ন ব্যবসার বিষয়ে দিকনির্দেশনা ও করণীয়, সফল উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য এবং দোআ ও মুনাজাত সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিলো।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আবlদুল জলিল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুগ্ম সচিব মাওলানা সোহাইল আহমদ, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য- মাওলানা মনির হোসাইন, মাওলানা আবুল হোসাইন, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা মুহাম্মাদ সালমান, মাওলানা আবু তাহের প্রমুখ।

আরো পড়ুন ...