বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
সমাবেশ ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাও বহাল থাকবে
ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে জানিয়েছে দেশের অভ্যন্তরে চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলা হয়নি।
টাইমস অফ ইসরায়েলের এক খবরে বলা হয়েছে দেশজুড়ে ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকার আর দরকার নেই।
তবে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখতে যে নির্দেশনা দেয়া হয়েছে তাও বহাল থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ‘ইরানের জঘন্য হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে’ রবিবার জি সেভেন নেতাদের আলোচনা করবেন।
ইসরায়েলি নেতাদের সঙ্গে তার টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও তিনি জানিয়েছেন।
তবে যু্ক্তরাষ্ট্রের কোন স্থাপনায় হামলা না হলেও তারা পুরো সতর্ক থাকবে বলে দেশটি জানিয়েছে।
”আমাদের জনগণকে রক্ষায় আমরা কোনরকম দ্বিধা করবো না,” বলেছেন জো বাইডেন।