মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
দামেস্কের ইরানী কনসুলেটে ইসরাইলের হামলার জবাবে আজ ইসরাইলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপনাস্ত্র ছুড়েছে ইরান। একই সাথে ইরান এ ধরণের উত্তরের জন্য ইসরাইলকে সাবধান করে দিয়েছে। হামলার পর জাতিসঙ্ঘে ইরানি মিশন জানায়, তারা সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার জবাব সম্পন্ন হয়েছে। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইসরাইল যদি আবার ভুল করে, তবে তাদের আরো কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখী হতে হবে। ইসরাইল ইরানের হামলা প্রতিহতের দাবী করেছে। এদিকে ইসরাইলের অভ্যন্তরে ইরানের এ হামলার প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশন আহ্বান জানিয়েছে ইসরাইল। আল-জাজিরা