শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

আফগানিস্তানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারণে সম্মত তালেবান

চীন ও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারিত করতে সম্মত হয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞায় বিধ্বস্ত দেশটিতে অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য বিলিয়ন ডলারের সম্ভাবনা রয়েছে। খবর এনডিটিভির। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং তার পাকিস্তানি প্রতিপক্ষ বিলওয়াল ভুট্টো জারদারি শনিবার ইসলামাবাদে সাক্ষাৎ করেন এবং আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। এর মধ্যে তালেবান শাসিত দেশে ৬০ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুইপক্ষ আফগান জনগণের জন্য তাদের মানবিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে এবং আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের মাধ্যমে আফগানিস্তানে উন্নয়ন সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।’

প্রায় এক দশক আগে শুরু হওয়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফ্ল্যাগশিপ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে নির্মিত আফগানিস্তানে প্রকল্পটি সম্প্রসারিত করার বিষয়ে চীনা ও পাকিস্তানি কর্মকর্তারা এর আগে আলোচনা করেছেন। অর্থ সংকটে থাকা তালেবান সরকার এ প্রকল্পে অংশগ্রহণের জন্য প্রস্তুত এবং অনেক প্রয়োজনীয় অবকাঠামো বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে।

তালেবানের শীর্ষ কূটনীতিক আমির খান মুত্তাকি তার চীনা ও পাকিস্তানি সমকক্ষদের সঙ্গে দেখা করতে ইসলামাবাদে গিয়েছিলেন এবং একটি চুক্তিতে পৌঁছেছেন বলে তার ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমদ ফোনে জানিয়েছেন।

তালেবানরা চীনের কাছে দেশটির সমৃদ্ধ সম্পদে বিনিয়োগ বাড়ানোর আশা পোষণ করেছে, যার আনুমানিক পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার। উত্তর আমু দরিয়া অববাহিকা থেকে তেল উত্তোলনের জন্য চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের একটি সহযোগী সংস্থার সঙ্গে জানুয়ারিতে সরকার প্রথম চুক্তি স্বাক্ষর করে। যুগান্তর

আরো পড়ুন ...