শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবীতে নতুন কর্মসূচি ৮ দলের

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদান, জাতীয় নিবর্বাচনের পূর্বে জুলাই সনদের উপর গণভোট আয়োজন এবং সর্বমেষ সংশোধিত আরপিও বহার রাখার দাবীতে আগামী ৬ নভেম্বর গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি দিয়েছে আন্দোলনরত ৮টি দল। দলগুলো হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি- বিডিপি। ৬ নভেম্বরের মধ্যে দাবী আদায় না হলে আগামী ১১ নভেম্বর ঢাকায় বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলগুলো।
আজ বাংলাদেশে খেলাফত মজলিস অফিসে দলসমূহের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ,খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব জালাল উদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীল মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহসভাপতি ইঞ্জনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ হক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি- বিডিপি’র চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান, মহাসচিব মো: কাজী নিজামুল হক।

আরো পড়ুন ...