সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
সাবেক এমপি ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এসএ খালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ইন্তেকাল করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, এসএ খালেক দীর্ঘদিন যাবত জটিল নানান রোগে আক্রান্ত ছিলেন। গত বুধবার ইউনাইটেড হাসপাতাল জরুরি ভিত্তিতে তাকে ভর্তি করা হয়েছিলো। শনিবার রাতে ভেন্টিলেটর দেয়া হয়েছিলো।
তিনি আরও জানান, সোমবার বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।