বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খেলাফত মজলিস পোল্যান্ড শাখার ভার্চুয়াল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিস পোল্যান্ড শাখার উদ্যোগে আজ রোজ রবিবার পোল্যান্ড সময় বিকাল ৪:০০ ঘটিকায় অনলাইন কনফারেন্স এর মাধ্যমে মাসিক নির্বাহী বৈঠক এবং শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। পোল্যান্ড খেলাফত মজলিস এর সভাপতি মো: রাজু আহমদ দোলন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: এমরান হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমির, আল হুদা একাডেমী লন্ডন এর চেয়ারম্যান প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো: আব্দুল জলিল। বক্তারা গাজায় ঘটে যাওয়া অমানবিক গণহত্যায় ৪৭ হাজার নিরীহ ফিলিস্তানি হত্যার তীব্র নিন্দা জানান এবং সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানান। একইসাথে দৃঢ় ঈমান ও উত্তম আখলাকের মাধ্যমে দ্বীন- ইসলামকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে আরও সংযুক্ত ছিলেন ক্বারী লুৎফুর রহমান, সৈয়দ ফজলে আজিম, মাহমুদুর রহমান, মো: শরিফুল ইসলাম, আফজাল হুসেন প্রমুখ।

আরো পড়ুন ...