সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ

আগামী তিন বছরের জন্য আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসাথে নির্বাচিত ২১ জন জাতীয় নির্বাহী পরিষেদর সদস্যের নাম প্রকাশ করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম কেন্দ্রীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।
জানা যায়, দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে এবং প্রবাসী ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দেন।

আরো পড়ুন ...