বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বরিশার সদর উপজেলার চরমোনাই পীরের দরবার শরীফে আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিল শেষ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ২০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মোনাজাতে তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন। মুসলিম নিধনকারী দখলদার ইসরাইলের ধ্বংস কামনা করা হয় মোনাজাতে। কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
মোনাজাতের আগে শেষ বয়ানে পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে। যার অন্তরে আল্লাহর ভয় নেই, ওই মানুষের কোনো মূল্য নেই।’ পীর বলেন, ‘নিজেকে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা ও পর্দা জারি করতে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নিতে হবে। ছহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।’
গত বুধবার জোহরের নামাজ শেষে চরমোনাই’র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়। সমকাল