শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ঢাকা, ১১ অক্টোবর ২০২৪: জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুর আয়োজিত মহানবী সা. এর জীবনী পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১১অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ ইঅারএফ মিলনায়তনে অংকুর পরিচালক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অংকুরের নির্বাহী পরিচালক শাহ শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান, অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু। আলোচনা পেশ করেন এ কে এম ফরিদুজ্জামান, কবি মঈন
মুরসালিন, আহমদ আইমান আন্দালিব, আবু আফফান মুহাম্মদ ওসমান, সাদমান মুজতবা রাফিদ প্রমুখ।