বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫

স্কুলে ইসরাইীল বোমা হামলা: ৬ জাতিসংঘ স্টাফসহ ১৮ ফিলিস্তিনী নিহত

ইসরাইলী সেনারা গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়ে জাতিসংঘের ৬ স্টাফসহ ১৮ ফিলিস্তিনীকে হত্যা করেছে। বোমা হামলায় নারী ও শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে উরে যায়। মেধ্য গাজার নুসাইরাতের আল জোয়ানী স্কুল এর আগেও কয়েকবারন ইসরাইলের বর্বর হামলার শিকার হয়। ইইএনআরডব্লিউএ এর পক্ষ থেকে বলা হয়েছে একদিনে এটি তাদের সর্বোচ্চ মৃত্যু।

আরো পড়ুন ...